শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১২:২৮

ইতালিতে ঈদ জামাতের প্রস্তুতি : উৎসবের আমেজ

ইতালিতে ঈদ জামাতের প্রস্তুতি : উৎসবের আমেজ

উত্তরণবার্তা  ডেস্ক : পবিত্র রমজান মাস শেষের দিকে। ইতালিতে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বইছে ঈদ উৎসবের আমেজ। চলছে নানা প্রস্তুতি। মুসলমানদের ধর্মীয় উৎসব  রমজান শেষে ঈদ। এই ঈদ উৎযাপনকে ঘিরে ইতালিতে নামাজ আদায়ের জন্য চলছে নানা প্রস্তুতি। রাজধানী রোম সহ বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে ঈদের নামাজ জামাতে পড়ার আয়োজন।গত দুই বছর করোনাভারাস মহামারির সময়ে মুসল্লিরা মনে আনন্দ নিয়ে ঈদের নামাজ জামাতে পড়তে পারেনি নানা বিধিনিষেধের কারণে। চলতি বছর বিধিনিষেধ ইতালি সরকার শিথিল করাতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বইছে উৎসবের আমেজ। ইতালির রাজধানী রোম, মিলান, ভেনিস,  জেনোভা, বলোনিয়া, মনফালকুনে, নাপলি, ব্রেসিয়া, পাদোভা, পিজাসহ বিভিন্ন শহরে ইসলামিক করতুরাল সেন্টার  বা মসজিদ কমিটি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঈদের জামাতের আয়োজন করা হচ্ছে।  
 
তবে রোম শহরের কমিউনিটি ব্যক্তিত্ব সামাজিক সংগঠন ধুমকেতুর কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার জানান, ইতালির আবহাওয়ার ওপর নির্ভর করে আয়োজন সীমিত আকারেও হতে পারে বলে আয়োজকরা জানান। বৃষ্টি হলে খোলা মাঠে  বৃহৎ  আকারে না করে একাধিক জামাত আদায় করা হতে পারে মসজিদে বা কোনো হল রুমে। দীর্ঘ দুই বছর ঘরবন্দি ঈদ প্রবাসী বাংলাদেশিদের বঞ্চিত করেছে আনন্দ। সকলেরই প্রত্যাশা, এ বছর সেই আনন্দকে ভাগাভাগি  করে নিতে পারবে সকলে  পরিবারের সাথে। ছুটির দিনে ঈদ উৎযাপিত হলে এটি সম্ভব। অন্যথায় নামাজ শেষে অধিকাংশ বাংলাদেশিদের ছুটে যেতে হবে কাজে।
উত্তরণবার্তা/এআর 

  মন্তব্য করুন
     FACEBOOK