শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৪৫
ব্রেকিং নিউজ

পুরুষদের বিদেশে কাজের আবেদন নিষিদ্ধ করেছে মিয়ানমার জান্তা সরকার

পুরুষদের বিদেশে কাজের আবেদন নিষিদ্ধ করেছে মিয়ানমার জান্তা সরকার

উত্তরণবার্তা ডেস্ক : মিয়ানমারের সামরিক জান্তা সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ আইন প্রণয়নের কয়েক সপ্তাহ পর দেশটির সামরিক জান্তা পুরুষদের বিদেশে কাজ করার অনুমতি দেয়া স্থগিত করেছে।

বৃহস্পতিবার জান্তার তথ্য টিমের পোস্ট করা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে কাজ করতে ইচ্ছুক পুরুষদের আবেদন গ্রহণ ‘সাময়িকভাবে স্থগিত’ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

‘বহির্গমন প্রক্রিয়া এবং অন্যান্য বিষয় অনুসারে যাচাই করতে আরও সময় নিতে’ এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে অস্থিরতা বিরাজ করছে, তবে ব্যাপক সশস্ত্র বিরোধীদের দমন করতে তারা ব্যর্থ হয়েছে।

গত ফেব্রুয়ারিতে দেশটি জানায়, ১৮ থেকে ৩৫ বছর বয়সী সব নারী-পুরুষকে ন্যূনতম দুই বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োজিত রাখার জন্য একটি আইন কার্যকর করা হবে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK