শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০২:০৮

ইউক্রেনকে অস্ত্র দেয়া বিষয়ে সতর্ক করলো মস্কো

ইউক্রেনকে অস্ত্র দেয়া বিষয়ে সতর্ক করলো মস্কো

উত্তরণবার্তা ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক আক্রমণের পর থেকে পশ্চিমা মিত্রদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা পেয়েছে কিয়েভ। এই অস্ত্র ইউরোপের নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে সতর্ক করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।  স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিমা দেশগুলোর উদ্দেশে এমন হুঁশিয়ারি দেন ক্রেমলিনের মুখপাত্র।সাংবাদিকদের দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনে বিভিন্ন ধরনের ভারী অস্ত্রসহ সামরিক সরঞ্জাম সরবরাহের এই প্রবণতা ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি।এই পদক্ষেপ উপমহাদেশে অস্থিতিশীলতা উসকে দিচ্ছে।

এদিকে রাশিয়ায় হামলা চালাতে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে খোলাখুলিভাবে উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রাশিয়ার ভূখণ্ডে চালানো হামলার জবাব দেওয়া হবে বলে মস্কো যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পশ্চিমাদের গুরুত্বের সঙ্গে মাথায় নেওয়া উচিত। বুধবার রাশিয়ার দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের পর এমন প্রতিক্রিয়া জানান মারিয়া জাখারোভা।  সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব দেশ ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপ করে রাশিয়ার জন্য ‘কৌশলগত হুমকি’ সৃষ্টি করছে, তাদের শিগগিরই জবাব দেয়া হবে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK