বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২০:২৫

ইউক্রেনের খেরসনে ‘রুবল ব্যবহার’ শুরু করছে রাশিয়া

ইউক্রেনের খেরসনে ‘রুবল ব্যবহার’ শুরু করছে রাশিয়া

উত্তরণবার্তা ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে আগামী ১ মে থেকে রুবল ব্যবহার শুরু করতে যাচ্ছে রাশিয়া। ওই অঞ্চলের ‘সামরিক-বেসামরিক প্রশাসক’ বলে পরিচয় দেওয়া রুশপন্থী একটি কমিটির এক কর্মকর্তা রুশ সংবাদ সংস্থা আরআইএকে এ কথা জানিয়েছেন বলেছেন। খবর রয়টার্সের। 
 
কিরিল স্ট্রেমাসভ নামে ওই কর্মকর্তা বলেন, রাশিয়ান রুবেলে লেনদেন পুরোপুরি শুরু হতে চার মাস সময় লাগবে। এই সময়ের মধ্যে রুবলের ইউক্রেনের সরকারি মুদ্রা রিভনিয়ার পাশাপাশি চালু থাকবে। গত মঙ্গলবারই খেরসন অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে রাশিয়া। পূর্বে ক্রিমিয়া উপদ্বীপ এবং রাশিয়ান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এলাকার মধ্যে সংযোগ স্থাপনের জন্য খেরাসন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আঞ্চলিক সদর দফতরের নিয়ন্ত্রণ নেওয়ার পর রাশিয়া খেরাসনে নতুন মেয়র নিয়োগ দিয়েছে বলে সেখানকার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর এই প্রথম বড় শহর দখলে নিয়েছে রাশিয়া।
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK