বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২৩:০৪

রাশিয়ার ২২ হাজার ৮০০ সেনা নিহত: ইউক্রেন

রাশিয়ার ২২ হাজার ৮০০ সেনা নিহত: ইউক্রেন

উত্তরণবার্তা ডেস্ক : ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এখন পর্যন্ত ২২ হাজার ৮০০ সেনা নিহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটি ৪০০ সেনা হারিয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক ফেসবুক বার্তায় দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ আরও জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরু পর মস্কো ৯৮০ টি ট্যাংক, ২ হাজার ৩৮৯টি সাঁজোয়া যান, ১৮৭ টি প্লেন এবং ১৫৫টি হেলিকপ্টার হারিয়েছে। 
 
এর আগে গত মার্চের শেষের দিকে রাশিয়া জানায় তাদের ১ হাজার ৩৫১ সেনা নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৪ হাজার জন। এছাড়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এপ্রিলের শুরুতে স্বীকার করেন রাশিয়া উল্লেখযোগ্য সংখ্যক সেনা হারিয়েছে। ইউক্রেনে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা, দাবি রাশিয়ার ইউক্রেনে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা, দাবি রাশিয়ার 
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৬৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।  
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK