রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০২:৩৯
ব্রেকিং নিউজ

বুড়িগঙ্গা উৎসব উপলক্ষে সাইকেল র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বুড়িগঙ্গা উৎসব উপলক্ষে সাইকেল র‌্যালি,  চিত্রাঙ্কন প্রতিযোগিতা

উত্তরণবার্তা ডেস্ক : শুক্রবার ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম এবং বুড়িগঙ্গা নদী মোর্চার যৌথ আয়োজনে সাইকেল র‌্যালি, ডিঙ্গি নৌকা প্রতিযোগিতা, মূকাভিনয় ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা শহরের অন্যতম প্রধান নদী বুড়িগঙ্গাকে দূষণের হাত থেকে রক্ষা করতে ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম এবং নদীপাড়ের সংগঠনসমূহকে নিয়ে গঠিত বুড়িগঙ্গা নদী মোর্চার যৌথ উদ্যোগে বুড়িগঙ্গা নদী দূষণ বন্ধের মাধ্যমে নদীকে বাঁচিয়ে তোলার লক্ষে ২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য বুড়িগঙ্গা নদী উৎসব উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

এই কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় মানিক মিয়া এভিনিউ থেকে বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম এবং বাংলাদেশ সাইকেল লেন ইমপ্লিমেন্টেশন কাউন্সিলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই সাইকেল র‌্যালির উদ্বোধন করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক এবং বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল। বাংলাদেশ সাইকেল লেন ইমপ্লিমেন্টেশন কাউন্সিলের সভাপতি মো. আমিনুল ইসলাম টুব্বুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বুড়িগঙ্গা নদীকে দূষণ ও দখলের হাত থেকে রক্ষার এই কর্মসূচিতে স্বাগত বক্তব্য প্রদান করেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

সাইকেল র‌্যালিতে উপস্থিত থেকে সংহতি জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অভিনেতা এবং চলচ্চিত্র নির্দেশক নাদের চৌধুরী, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর প্রোমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটসের (পার) প্রোগ্রাম স্পেশালিস্ট মেহেদী হাসান, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি) এর চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, পশুর রিভারকিপার নূর আলম শেখ, সুরমা রিভারকিপার আবদুল করিম কিম, খোয়াই রিভারকিপার তোফাজ্জল সোহেল এবং যুব বাপা কর্মসূচির সদস্য সচিব অ্যাডভোকেট রাওমান স্মিতা। এ সময় আরো উপস্থিত ছিলেন সুন্দরবন ও উপকূল রক্ষা কমিটির আহ্বায়ক নিখিল ভদ্র। সাইকেল র‌্যালিটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে বুড়িগঙ্গার তীরবর্তী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বুড়িগঙ্গা নদী উৎসবস্থল বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিল বলেন, নদীকে আমাদের সম্মুখভাগ করতে হবে। আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে। আগামীকাল বুড়িগঙ্গা নদী উৎসবের প্রাক্কালে আমরা এই আয়োজন নিয়ে এসেছি মানুষকে সচেতন করতে। আজকে যুবসমাজ এগিয়ে এসেছে। বুড়িগঙ্গাকে বাঁচাতে সাইকেল র‌্যালি করছে। ঢাকাবাসীকেও এগিয়ে আসতে হবে। দূষণের হাত থেকে রক্ষা করতে হবে আমাদের ঢাকার প্রাণ এই বুড়িগঙ্গাকে।  

অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, যারা স্বাস্থ্য সচেতন তারা সাইকেল চালায় আর যারা স্বাস্থ্য সচেতন তারাই পরিবেশ সচেতন। এই পরিবেশ সচেতন সাইক্লিস্টদের মতো সকলকে এগিয়ে আসতে হবে বুড়িগঙ্গা নদী রক্ষায়। অভিনেতা ও চলচ্চিত্র নির্দেশক নাদের চৌধুরী বলেন, আমি ঢাকার মানুষ। আমি আগের মতো আবার বুড়িগঙ্গার তীরে সাইকেল চালাতে চাই। আপনারা আমাদের নদী বুড়িগঙ্গাকে বাঁচাতে এগিয়ে আসুন, আমরা শিল্পী সমাজ আপনাদের পাশে আছি।

কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর প্রোগ্রাম স্পেশালিস্ট মেহেদী হাসান বলেন, ইউএসএআইডি এবং এফসিডিওর অর্থায়নে প্রোমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস (পার) প্রকল্পের মাধ্যমে আমরা ওয়াটারকিপার্স কনসোর্টিয়ামের সঙ্গে কাজ করছি। আপনারা বুড়িগঙ্গা নদীকে বাঁচাতে এগিয়ে এসেছেন। আমরা আপনাদের পাশে আছি।

আরডিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, বুড়িগঙ্গা নদী উৎসবকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আশা করি এই উদ্যোগের মধ্য দিয়ে সকলে সচেতন হবেন বুড়িগঙ্গাকে দূষণমুক্ত রাখতে।পশুর রিভারকিপার নূর আলম শেখ বলেন, বুড়িগঙ্গাকে রক্ষার জন্য যে উৎসবের আয়োজন করা হয়েছে তা সারাদেশের নদীসমূহকে রক্ষার জন্য মানুষকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে।

খোয়াই রিভারকিপার তোফাজ্জল সোহেল বলেন, বুড়িগঙ্গা, খোয়াইসহ দেশের সকল নদ-নদী রক্ষায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। বুড়িগঙ্গা নদী উৎসব আমাদের কাছে এদিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুরমা রিভারকিপার আবদুল করিম কিম বলেন, আমরা রিভারকিপারবৃন্দ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হয়েছি আজ বুড়িগঙ্গা নদী উৎসবে। উদ্দেশ্য একটাই, বুড়িগঙ্গাসহ আমাদের নদীগুলোকে রক্ষা করতে হবে।

যুব বাপা কর্মসূচির সদস্য সচিব অ্যাডভোকেট রাওমান স্মিতা বলেন, যুবকেরাই পারে বুড়িগঙ্গাকে বাঁচাতে, যুবকেরাই পারে বাংলাদেশের নদীগুলোকে রক্ষা করতে। সাইকেল র‌্যালি শেষে সকাল সাড়ে ১০টায় উৎসবস্থল বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম, বুড়িগঙ্গা নদী মোর্চার সদস্য নিরাপদ চিকিৎসা চাই এবং রাবেয়া আর্ট একাডেমির যৌথ উদ্যোগে নদী বিষয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিল, নিরাপদ চিকিৎসা চাই সংস্থার মহাসচিব উম্মে সালমা এবং রাবেয়া আর্ট একাডেমির প্রিন্সিপাল মো. আল-মামুন প্রমুখ।

বেলা সাড়ে ১১টায় নদী উৎসবস্থল বছিলা ঘাটে এক ডিঙ্গি নৌকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম, বুড়িগঙ্গা নদী মোর্চার সদস্য সচেতন নাগরিক সমাজ সংগঠন এবং শিশুদের মুক্ত বায়ু সেবন সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই ডিঙ্গি নৌকার প্রতিযোগিতায় খেয়া পারাপারের মাঝিরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিল, সচেতন নাগরিক সমাজ সংগঠনের সভাপতি এসএম জাহাঙ্গীর আদেল, শিশুদের মুক্ত বায়ু সেবন সংস্থার সহ-সম্পাদক মোহাম্মদ সেলিম।

ডিঙ্গি নৌকার প্রতিযোগিতা শেষে দুপুর ১২টায় নদী উৎসবস্থল বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মূকাভিনয় অনুষ্ঠিত হয়। ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম এবং বুড়িগঙ্গা রিভারকিপার এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মূকাভিনয় অনুষ্ঠানে মূকাভিনয় পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট মূকাভিনয় সংগঠন দ্য মামার’স।

রাজধানী ঢাকাকে দূষণের হাত থেকে রক্ষা করে একটি বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তুলতে ইউএসএআইডি, এফসিডিও এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহায়তায় ওয়াটারকিপার্স বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রকে (ক্যাপস) নিয়ে কনসোর্টিয়ামের মাধ্যমে একটি দূষণবিরোধী নাগরিক প্রচেষ্টার অংশ হিসেবে এই কর্মসূটির আয়োজন করা হয়েছে।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK