শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:৩৯

এ বছরে বন্যায় চীনে মৃত্যু ৫৯০

এ বছরে বন্যায় চীনে মৃত্যু ৫৯০

উত্তরণবার্তা ডেস্ক : অস্বাভাবিকভাবে বৃষ্টিপাতে বন্যায় এ বছরে চীনে অন্তত ৫৯০ জন মারা গেছে। এতে পাঁচ কোটি ৯০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন দেশটির বিভিন্ন অঞ্চলে। সোমবার কর্মকর্তাদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। চীনের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক উপ-মন্ত্রী ঝোও ঝুয়েন এক সংবাদ সম্মেলনে বলেন, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বন্যায় পাঁচ কোটি ৮৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন।এ সময়ে ৫৯০ জন নিহত ও কিংবা নিখোঁজ হয়েছেন।

এছাড়াও এতে ৩৫ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে। ঝোও ঝুয়েন বলেন, বন্যায় দুই লাখ তিন হাজার বাড়িঘর ধসে পড়েছে। তিনি বলেন, এতে তিন হাজার ৭৬০ কোটি মার্কিন ডলারের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্বাভাবিকভাবে বৃষ্টিপাত বাড়তে দেখা গেছে চলতি বছরে চীনের বিভিন্ন অঞ্চলে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ