সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৪:৩৪
ব্রেকিং নিউজ

সাইবেরিয়ায় কার্গো বিমান বিধ্বস্ত হয়ে নয়জন নিহত

সাইবেরিয়ায় কার্গো বিমান বিধ্বস্ত হয়ে নয়জন নিহত

উত্তরণবার্তা ডেস্ক : বেলারুশের মালবাহী বিমান ৩ নভেম্বর বুধবার পূর্ব রাশিয়ায় অবতরণ করতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে এই বিমান দুর্ঘটনায়  নয়জন প্রাণ হারিয়েছে। খবর রয়টার্স। রাশিয়ার ফেডারেল এভিয়েশন এজেন্সি রোসাভিয়াতসিয়া জানিয়েছে যে বেলারুশের কোম্পানি গ্রোডনোর মালিকানাধীন আন্তোনোভ অ্যান -১২ বিমানটি প্রথমে অবতরণের সময় চারপাশে প্রদক্ষিণ করে, এই সময়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বেলারুশের কর্মকর্তারা জানিয়েছেন বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিন জন বেলারুশের, দুই জন রাশিয়ার এবং দুই জন ইউক্রেনের নাগরিক রয়েছেন।

ইরকুটস্কের আঞ্চলিক গভর্নর ইগর কোবজেভ বলেছেন, "আমরা কেবলমাত্র একটি জিনিস দেখতে পাচ্ছি যে, দুর্ভাগ্যবশত, সবাই নিহত হয়েছে।" ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা কালো-তুষারময় অবস্থায় টর্চলাইট জ্বেলে আগুন নেভানোর চেষ্টা করছে। রাশিয়ার তদন্ত কমিটির স্থানীয় শাখা জানিয়েছে যে তারা পরিবহন নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের জন্য ফৌজদারি মামলা দায়ের করেছে।প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন জুড়ে কয়েকদিন আগেও ভয়াবহ বিমান দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল রাশিয়া। বিমান দুর্ঘটনার জন্য আন্তর্জাতিক স্তরে রাশিয়া এমনিতেই কুখ্যাত।  রক্ষণাবেক্ষণের অভাবে ঘনঘন রাশিয়াতে বিমান দুর্ঘটনার খবর পাওয়া যায়।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK