মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৩৫

শেষ সময়ে ইলিশের দাম পড়ল

শেষ সময়ে ইলিশের দাম পড়ল

উত্তরণবার্তা প্রতিবেদক : মাছ ব্যবসায়ী ইমাম হোসেন বড় আকারের কয়েক মন ইলিশ মাছ নিয়ে সকাল থেকে কারওয়ান বাজার মাছের আড়তে বসেছিলেন। দিনভর বিক্রি করলেও সন্ধ্যার পরে অবিক্রীত রয়ে যায় দেড় কেজি ওজনের গোটা তিরিশেক ইলিশ। তাই রোববার রাত সাড়ে ১১টায়ও ইমাম হোসেন হাঁক দিতে থাকেন, ‘ভাই, বড় বড় ইলিশ মাছ। দামে সস্তা, কেজি মাত্র ১ হাজার টাকা।’ কেবল ইমাম হোসেন নন, তাঁর মতো আরও অন্তত ৬০ জন মাছ ব্যবসায়ী রাত ১২টার সময়ও কারওয়ান বাজার মাছের আড়তে ইলিশ নিয়ে বসে ছিলেন। দামে কিছুটা সস্তা পেয়ে মধ্যরাতেও অনেক ক্রেতাকে বড় আকারের ইলিশ কিনে বাড়ি ফিরতে দেখা গেছে।

৪ অক্টোবর সোমবার থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিক্রি ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। এ কারণে রোববার সকাল থেকে কারওয়ান বাজারের মাছের আড়তে ইলিশে ভরে যায়। দিনভর ভালো দামে বিক্রি করতে পারলেও সন্ধ্যার পরও আড়তে অনেক অবিক্রীত ইলিশ রয়ে যায়। সোমবার সকাল থেকে ইলিশ বিক্রি ও মজুত বন্ধ থাকবে তাই মাছ ব্যবসায়ীরা রোববার রাতে তুলনামূলক কম দামে ইলিশ বিক্রি করেন। কিন্তু মধ্যরাতে যখন ক্রেতা কমে আসে, তখন মাছ নিয়ে দুশ্চিন্তায় পড়ার কথা জানান কয়েকজন মাছ ব্যবসায়ী ।

তাদের একজন আবদুর রহমান বলেন, ‘বড় আকারের যে ইলিশের দাম পাঁচ দিন আগেও ছিল ১৫০০ টাকা কেজি, সেই ইলিশ এখন বিক্রি করতে হচ্ছে এক হাজার টাকায়। তারপরও তো ক্রেতা পাচ্ছি না। আড়তে যদি ইলিশ থাকে, রাত পোহালে পুলিশ অভিযান চালাবে। জরিমানা করবে। বেশ দুশ্চিন্তায় রয়েছি।’


কুড়ি বছর ধরে কারওয়ান বাজার মাছের আড়তে মাছ বিক্রির সঙ্গে জড়িত আবদুর রহমান বলেন, ‘যেদিন থেকে ইলিশ মাছ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা শুরু হয়, তার আগের দিন এই বাজারে ইলিশে ভরে যায়। ক্রেতা যদি বেশি থাকে, তাহলে ভালো দামে বিক্রি হয়। তবে ক্রেতা কম হলে ইলিশের দাম পড়ে যায়। তখন অনেকে লোকসানে ইলিশ বিক্রি করে দিতে বাধ্য হন। এবার হয়েছে তাই। আড়তে এত ইলিশ ওঠে, সেই তুলনায় ক্রেতা কম ছিল। ফলে ইলিশের দাম পড়ে গেছে। সন্ধ্যার পর অনেকে লোকসানে ইলিশ বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।’

সাধারণত, কারওয়ান বাজার মাছের আড়তে কাকডাকা ভোরবেলা মাছ বিক্রি শুরু হয়, চলে দুপুর ১২ টা পর্যন্ত। তবে রোববার ছিল এর ব্যতিক্রম, এদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইলিশ বিক্রি চলে আড়তগুলোতে। মাছের দাম তুলনামূলক কম হওয়ায় রোববার রাত সাড়ে ১১টায় শুধু ইলিশ মাছ কিনতেই বাজারে আসেন মগবাজারের বাসিন্দা জুবায়ের হোসেন। তিনি বলেন, ‘আমার অফিস কারওয়ান বাজারে। বিকেলের দিকে অফিস থেকে বাসায় যাই। তবে যাওয়ার পথে কারওয়ান বাজারের মাছের আড়তে মানুষের ভিড় দেখি। বড় আকারের ইলিশ কিছুটা কম দামে কিনতে দেখি। বাসায় ফিরে আবার রাতে এই আড়তে আসি। কম দামে কয়েকটি ইলিশ আজ কিনেছি।’
উত্তরণবার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK