মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৩০

দারুস সালামে ভুয়া পুলিশ পরিদর্শক গ্রেফতার

দারুস সালামে ভুয়া পুলিশ পরিদর্শক গ্রেফতার

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে এক ভুয়া পুলিশ পরিদর্শককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর দারুস সালাম থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. হাবিবুল্লাহ তালুকদার অভি, তার বাড়ি ঢাকার সাভারে। দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন গণমাধ্যমকে জানান, ১৭ সেপ্টেম্বর শুক্রবার দারুস সালাম থানার গাবতলী তিন রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের পাশে পুলিশ সার্জেন্ট ও টহল পুলিশের সমন্বিত তল্লাশি চৌকিতে একজন মোটর আরোহীকে থামার সিগন্যাল দেয়া হয়।
 
চালক মোটর বাইক থামালে কর্তব্যরত অফিসার গাড়ির কাগজপত্র দেখতে চাইলে চালক নিজেকে সিআইডির পুলিশ পরিদর্শক হিসেবে পরিচয় দেন। তখন পরিচয়পত্র দেখতে চাইলে তিনি বাইক নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় তার ব্যবহৃত মোটর বাইক। এসময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি পাসপোর্ট একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। দারুস সালাম থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK