শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৩:৪০

কুনলুন চিপের দ্বিতীয় প্রজন্মের উৎপাদন শুরু করেছে বাইদু

কুনলুন চিপের দ্বিতীয় প্রজন্মের উৎপাদন শুরু করেছে বাইদু

উত্তরণবার্তা ডেস্ক  : কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কুনলুন চিপের প্রথম প্রজন্মের আরও প্রজন্মের তুলনায় দু-তিন গুণ বেশি সক্ষমতার অধিকারী দ্বিতীয় প্রজন্মের চিপের গণ-উৎপাদন শুরু করেছে চীনের প্রযুক্তি জায়ান্ট বাইদু। এর আগে ২০২০ সালের শুরুর দিকে কুনলুন চিপের প্রথম প্রজন্মের ব্যাপক উৎপাদন শুরু করা হয়। স্মার্ট বৈদ্যুতিক গাড়ি ও ক্লাউড কম্পিউটিংয়ের জন্য বাইদু অধিকাংশ চিপ ব্যবহার করেছিল। বাইদু এক বিবৃতিতে জানায়, ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত নতুন প্রজন্মের কুনলুন এআই চিপ তার আগের প্রজন্মের তুলনায় দু-তিন গুণ বেশি কার্যকারিতা অর্জন করেছে।
 
রয়টার্সে প্রকাশিত এক বার্তায় বলা হয়, চিপের জন্য বিদেশী প্রতিষ্ঠান কোয়ালকম ইনকরপোরেটেড ও এনভিডিয়া করপোরেশনের ওপর নির্ভরতা কমাতে চীনের প্রযুক্তি জায়ান্টরা নিজস্ব চিপ উৎপাদনে জোর প্রদান করছে। হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিসের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে চীনের এ টেলিকম জায়ান্টটি সেমিকন্ডাক্টরসহ অন্যান্য যন্ত্রাংশ সংকটের মুখে পড়েছে। যার ফলে প্রতিষ্ঠানটির স্মার্টফোন ব্যবসা অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। বেইজিং-ভিত্তিক বাইদু কুনলুন ইউনিটকে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান বানানোর লক্ষ্যে তার এআই চিপ ডিজাইনের ক্ষমতা বাণিজ্যিকীকরণের কথা ভাবছে। গত মার্চে কুনলুন শেয়ারবাজার থেকে তহবিল সংগ্রহ করেছে। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ২০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ