শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৪:১৯

বরিশাল বিভাগের ৭৫টি মসজিদে আগাম ঈদ জামাত অনুষ্ঠিত

বরিশাল বিভাগের ৭৫টি মসজিদে আগাম ঈদ জামাত অনুষ্ঠিত

উত্তরণবার্তা প্রতিবেদক : বরিশাল বিভাগের ৭৫টি মসজিদে ঈদুল আজহার আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে ৯টার মধ্যে এসব ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এরা চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহ্সুফি দরবার শরীফের অনুসারী।পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সাথে তাল মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা সহ যাবতীয় ধর্মীয় আচার্য্য পালন করেন তারা। বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজী বাড়ি শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদে আজ সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। অন্যান্য বছরের চেয়ে এবারের জামাতে মুসুল্লীর উপস্থিতি ছিল কম। নামাজ শেষে তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় মুসুল্লীরা বলেন, করোনা মহামারীর কারনে এবার মানুষের আর্থিক অনটন রয়েছে। এ কারণে এবার অনেকেই পশু কোরবানী দেয়নি। ঈদ জামাত শেষে মোনাজাতে করোনা মহামারী থেকে রক্ষার জন্য মহান সৃস্টিকর্তার কাছে দোয়া কামনা করা হয় বলে তারা জানান। শাহ্সুফি দরবার শরীফের অনুসারী বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী হাজি বাড়ি শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন মিঠু জানান, মূলত সৌদি আরবের সাথে সামঞ্জস্য রেখে সকল ধর্মীয় আচার্য্য পালন করেন তারা। বিভাগের ৬ জেলা ও মহানগরের ৭৫টি মসজিদে আজ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK