শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১১:০৩

চীনে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট বিপজ্জনক বলছেন চিকিৎসকরা

চীনে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট  বিপজ্জনক বলছেন চিকিৎসকরা

উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া নতুন ভ্যারিয়েন্ট ভাইরাসটির প্রথম দিককার ভ্যারিয়েন্টের তুলনায় বিপজ্জনক বলে বলছেন চীনা চিকিৎসকরা। চীনের নতুন ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে চিকিৎসকরা বলছেন, অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় এই  ভ্যারিয়েন্টে খুব দ্রুত রোগীরা অসুস্থ হয়ে পড়ছে। পরিস্থিতিও দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। স্টেট রান টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে চীনা চিকিৎসকরা বলেন,  ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তিদের চার-পঞ্চমাংশই জ্বরে ভোগেন। তবে প্রাথমিক ভ্যারিয়েন্টে আক্রান্তদের তুলনায় এর তীব্রটা কতটুকু তা এখনো নিশ্চিত না। তবে চিকিৎসকরা বলেছেন,আক্রান্ত ব্যক্তির দেহে অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে অনেক বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে ডেল্টা ভ্যারিয়েন্টে এবং পরবর্তীতে ধীরে ধীরে এর মাত্রা হ্রাস পায়।
ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ১২ শতাংশ রোগী প্রথম উপসর্গ দেখা দেওয়ার তিন থেকে চার দিনের মধ্যে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। চীনের  গুয়াংঝো শহরে ডেল্টা ভ্যারিয়েন্টে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে। বৃটেন ও ব্রাজিলের চিকিৎসকরাও একই ভ্যারিয়েন্টে  রোগীদের অসুস্থ হওয়ার কথা জানিয়েছেন। তবে সেগুলোর তীব্রতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। গত মাসে ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক হিসেবে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে ইতিমধ্যে এর প্রভাবে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। এখন বৃটেনেও এই ভ্যারিয়েন্টের সংক্রমণ সবচেয়ে বেশি হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। চীনা টিকা পাওয়া ব্যক্তিদের মধ্যে কতজন নতুন ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে কোনো তথ্য জানায়নি দেশটির কর্তৃপক্ষ। তবে সিচিলিস ও মঙ্গোলিয়ার মতো চীনা টিকা দেওয়া অন্যান্য দেশগুলোয় টিকাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যেও সংক্রমণ বাড়ছে। যদিও তাদের মধ্যে গুরুতরভাবে অসুস্থ হওয়ার হার খুবই কম।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK