মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৯:১০

চেনা রূপে ফিরছে ঢাকা

চেনা রূপে ফিরছে ঢাকা

উত্তরণ বার্তা প্রতিবেদক : ঈদের ছুটির পর আবারও চেনা রূপে ফিরছে রাজধানী। সড়কগুলোতে বেড়েছে গাড়ির সংখ্যা। বাড়ছে যাত্রীর সংখ্যাও। ঈদের ছুটি শেষে ১৬ মে রবিবার  সকাল থেকে নগরীর প্রধান প্রধান সড়কে গত দুদিনের তুলনায় গণপরিবহনসহ বিভিন্ন ধরনের অধিক সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা যায়। যাত্রী সংখ্যা খুব বেশি না থাকলেও গত দুদিনের চেয়ে সংখ্যায় বেশি লক্ষ্য করা যাচ্ছে।

রবিবার সকালে সরেজমিন রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, যানবাহনের চাপ বেড়েছে। গত দুদিন রাস্তাঘাটে যানবাহন কম থাকায় ট্রাফিক পুলিশের তৎপরতা তেমন চোখে পড়েনি। তবে আজ সকাল থেকেই বিভিন্ন সিগন্যালে ট্রাফিক পুলিশের তৎপরতা দেখা যায়। যানবাহনের সংখ্যা বাড়লেও রাজধানীজুড়ে এখনও ঈদের আমেজ রয়ে গেছে। মার্কেট ও শপিং মল এখনও বন্ধ রয়েছে। তবে ফুটপাতের পাশে কিছু কিছু দোকানিকে বিক্রির আশায় পণ্য সাজিয়ে নিয়ে বসে থাকতে দেখা গেছে।

দেখা যায়, বাস, লেগুনা, সিএনজি, প্রাইভেটকার, রিকশাসহ ঢাকার অন্যান্য যান চলাচল করছে। অফিস-আদালত খোলা থাকায় রাস্তায় মানুষের আনাগোনাও রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অল্প অল্প রাস্তায় বের হচ্ছেন। ফার্মগেটে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল জানান, ছুটি শেষে আজ থেকে রাস্তায় ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। তবে রাজধানী স্বাভাবিক রূপে ফিরতে আরও কয়েকদিন লাগবে।
উত্তরণ বার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK