শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৩:৩৯

মেঘনায় জোয়ারে ভেসে যাওয়া ৩ শিশু জীবিত উদ্ধার

মেঘনায় জোয়ারে ভেসে যাওয়া ৩ শিশু জীবিত উদ্ধার

উত্তরণ বার্তা  প্রতিবেদক : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনায় পানিতে লাফ দিয়ে খেলতে গিয়ে জোয়ারে ভেসে যাওয়া তিন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে আরও এক শিশু।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তমরদ্দি লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ শিশুর নাম হৃদয় হোসেন (১২)। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।

নিখোঁজ হৃদয় তমরদ্দি এলাকার রফিক উল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয়সহ চার শিশু একসঙ্গে সকালে তমরদ্দি লঞ্চঘাটের পাশের নদীর পাড়ের উচুঁ জায়গা থেকে নদীতে লাফ দিয়ে খেলা করছিল। বেলা সাড়ে ১১টার দিকে তারা চারজন পুনরায় মেঘনায় লাফ দেয়।

এ সময় জোয়ারের কবলে পড়ে তারা ভেসে যাওয়ার সময় চিৎকার করলে স্থানীয়রা তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করেন। তবে শিশু হৃদয় নিখোঁজ রয়েছে। তার খোঁজে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ সদস্যরা কাজ করছেন।

হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখনও পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা শিশু হৃদয়কে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK