সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৫৪

‘অঘোষিত ফাইনালে’ আজ মুখোমুখি ভারত ও ইংল্যান্ড

‘অঘোষিত ফাইনালে’ আজ মুখোমুখি ভারত ও ইংল্যান্ড

উত্তরণ বার্তা ক্রীড়া ডেস্ক : প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা ভারত-ইংল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজে। তাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে ‘অঘোষিত ফাইনালে’। আজ রোববার সেই ‘অঘোষিত ফাইনালে’ মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। দু’দলেরই লক্ষ্য সিরিজ জয়। পুনেতে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ওয়ানডেটি। প্রথম ওয়ানডেতে ভারত ৬৬ রানে জয় পায়। দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জয় পায় পায় ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ভারতের ৩৩৭ রানের টার্গেট ৩৯ বল হাতে রেখে স্পর্শ করে ফেলে ইংলিশরা। ব্যাট হাতে ভারতের বোলারদের উপর ঝড় বইয়ে দেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। মাত্র ৫২ বলে ১০টি ছক্কা ও ৪টি চারে ৯৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন স্টোকস। সাথে ওপেনার জনি বেয়ারস্টোর ১১২ বলে ১২৪ রান ইংল্যান্ডের জয়কে সহজ করেছে। ম্যাচে সেঞ্চুরি করেছেন ভারতের লোকেশ রাহুলও। ভারতের হারে রাহুলের ১০৮ রান বিফলে যায়।

সিরিজে পিছিয়ে পড়ে সমতা আনতে পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ইংল্যান্ড। দলের নিয়মিত অধিনায়ক ইয়োইন মরগান না থাকার পরও বিশাল টার্গেট তাড়া করায় আত্মবিশ্বাস বেড়েছে বলে জানান ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। সফরের শেষটা ভালো করার প্রত্যয় রয়ের, ‘মরগানকে ছাড়া খেলতে নামতে হয়েছে আমাদের। সে দারুণ এক ব্যাটসম্যান, দুর্দান্ত অধিনায়ক। তবে আমরা জানতাম, সিরিজে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কোন উপায় আমাদের নেই। এই জয়ের পুরো কৃতিত্ব স্টোকস ও বেয়ারস্টোর। বড় রান তাড়া করে ম্যাচ জিততে পারায় আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। তৃতীয় ম্যাচে আমরা ভালো করতে পারবো, এই প্রত্যাশাই করি। ওয়ানডে সিরিজ জিতে দেশে ফিরতে চাই।’

টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ জিতে ওয়ানডে খেলতে নামে ভারত। টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজের শুরুতেই হেরেছিলো ভারত। ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে তারা। কিন্তু ওয়ানডেতে জয় দিয়ে শুরু করে বিরাট কোহলির দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে বোলারদের বাজে পারফরমেন্সে হারতে হয় তাদের। তবে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারত। উইকেটরক্ষক ঋসভ পান্থ বলেন, ‘আমাদের লক্ষ্য সিরিজ জয়। সিরিজের শুরুটা ভালো হলেও, দ্বিতীয় ম্যাচে বোলারদের বাজে পারফরমেন্স আমাদেরকে ব্যাকফুটে ঠেলে দেয়। তবে এখনো সিরিজ জয়ের সুযোগ থাকছে। আমরা সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী।’
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK