বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০০:১১
ব্রেকিং নিউজ

চট্টগ্রামে করোনার সংক্রমণ বাড়ছে

চট্টগ্রামে করোনার সংক্রমণ বাড়ছে

উত্তরণ বার্তা প্রতিবেদক : বন্দরনগরী চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা হঠাৎ করেই বৃদ্ধি পেতে শুরু করেছে। গত দুই মাস ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা একশ’র নিচে থাকলেও গত কয়েকদিনে এই সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে করোনা আক্রান্ত ১৫৩ জন শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ৬টি পিসিআর ল্যাবে মোট ৭১১ জনের নমুনা সংগ্রহ করে এই ১৫৩ জনের করোনা শনাক্ত হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে  ১৫ মার্চ সোমবার সকালে এসব তথ্য জানানো হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, স্বাস্থ্যবিধি না মানায় করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫৩ জন। সর্বশেষ গত দুই সপ্তাহে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৫৭ জন।এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৫৫৬ জন।

এছাড়া, এখন পর্যন্ত চট্টগ্রামে করোনার টিকা গ্রহণ করেছেন ৩ লাখ ৮০ হাজার ২৬৭ জন। সর্বশেষ গতকাল রোববার টিকা গ্রহণ করেছেন ৫ হাজার ৯১৯ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৩ হাজার ৭৯২ জন এবং উপজেলা পর্যায়ে টিকা নিয়েছেন ২ হাজার ১২৭ জন।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK