রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ২১:৫৩

হবিগঞ্জের নবীগঞ্জে বন্যা দূর্গত এলাকায় ত্রাণ তৎপরতা বৃদ্ধি

হবিগঞ্জের নবীগঞ্জে বন্যা দূর্গত এলাকায় ত্রাণ তৎপরতা বৃদ্ধি

উত্তরণবার্তা প্রতিবেদক :  জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ও দীগলবাক ইউনিয়নের বন্যা দূর্গত এলাকার লোকজনের মধ্যে সরকারি উদ্যোগে ত্রাণ তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
জেলা প্রশাসক জিলুফা সুলতানা জানান, জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫১০ টন চাল, ৯ লাখ টাকা বরাদ্ধ করা হয়েছে। শিশু খাদ্যের জন্য ৫ লাখ টাকা এবং গো খাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্ধ করা হয়েছে। ইতোমধ্যে সেই টাকা সংশ্লিষ্ট উপজেলায় প্রেরণ করা হয়েছে। এছাড়াও বিতরণ করা হয়েছে ২ হাজার ৩০০ প্যাকেট শুকনা খাবার।
এদিকে ব্যাক্তিগত পর্যায়ে কেউ-কেউ ত্রাণ প্রদান করছেন। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের মিজানস কেয়ার স্কুলের মিজানুর রহমান মিজানের উদ্যোগে ইনাতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গতকাল ত্রাণ বিতরণ করা হয়।
উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ