রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ২১:৪৪

ফেনীর ফুলগাজীতে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ

ফেনীর ফুলগাজীতে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ

উত্তরণবার্তা প্রতিবেদক :  জেলার ফুলগাজী উপজেলায় খরিপ মৌসুমে উফশী আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬১০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে, উপজেলা পরিষদ প্রাঙ্গণে গতকাল বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন মজুমদার।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী আবু হেনা মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত আমন ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ফুলগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  কৃষিবিদ মো. খোরশেদ আলম।
উপকারভোগী কৃষক আবু তাহের বলেন, বোরো ধানে ফলন খুবই ভালো হয়েছিল। এখন সেই জমিতে আমন ধানের চাষ করবো। বিনামূল্যে সার বীজ না পেলে আমাদের পক্ষে এভাবে জমিতে দু’বার ধানের আবাদ করা সম্ভব হতো না। আশা করছি আমনের আবাদও ভালো হবে।
কৃষি অফিসার খোরশেদ বলেন, এ বছর উপজেলার ৬১০ জন কৃষকের মধ্যে পাঁচ কেজি করে রোপা আমন ধানের বীজ ও ২০ কেজি করে সার (১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার) বিতরণ করা হয়েছে।
উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ