শনিবার, ২৯ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ০৩:২৯
ব্রেকিং নিউজ

বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ পরীক্ষা স্থগিত

বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ পরীক্ষা স্থগিত

উত্তরণবার্তা প্রতিবেদক : দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল বিশ্ববিদ্যালয়টির পরিচালক (জনসংযোগ দপ্তর) মো. আতাউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ২৪শে জুনের ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা এবং ২৫শে জুন ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট দপ্তরে পরবর্তীতে অবহিত করা হবে। এ ছাড়া অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি পূর্বের ঘোষণা অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, এর আগে বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ই জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী ৩০শে জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ