বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ০৯:০৯
ব্রেকিং নিউজ

ওটিটিতে ঈদ উৎসব

ওটিটিতে ঈদ উৎসব

উত্তরণবার্তা ডেস্ক : অ্যাকশন, থ্রিলার, মার্ডার মিস্ট্রি- ভিন্ন গল্পে প্রতিনিয়তই আসছে নতুন সব ওয়েব ফিল্ম ও সিরিজ। ঈদুল আজহা সামনে রেখে ওটিটি প্ল্যাটফরম হইচই, চরকি, দীপ্ত প্লে, বঙ্গ, আইস্ক্রিনে থাকছে নানা আয়োজন।

চরকিতে তাহসান-মিথিলা-অর্ষা-মিম মানতাসা অভিনীত আরিফুর রহমানের অরিজিনাল সিরিজ ‘বাজি’ থাকছে। দীপ্ত প্লেতে সঞ্জয় সমাদ্দারের ওয়েব চলচ্চিত্র ‘পয়জন’। অভিনয় করেছেন তানজিন তিশা, তানভীর হুরায়রা, টাইগার রবি, রওনক রিপন, আবদুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ।

শহরের ব্যাটারি গলির গল্প নিয়ে ‘ফিমেল’ নাটকের চতুর্থ কিস্তি নিয়ে হাজির হয়েছেন কাজল আরেফিন অমি। সিরিজটি এবার বঙ্গতে দেখা যাবে ওয়েব ফিল্ম হিসেবে। অভিনয়ে ইরেশ যাকের, মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, শরাফ আহমেদ জীবন, পাভেল, বাচ্চু, শিমুল, শিবলু, নীলাঞ্জনা নীলা প্রমুখ।

হইচইয়ে রয়েছে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। শিহাব শাহীন পরিচালিত সিরিজটি আরও অভিনয়ে সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, মাসুম বাশার, শার্লিন ফারজানা, নাফিজ, রাশেদ মামুন, সুষমা সরকার প্রমুখ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK