বুধবার, ২৬ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ০৫:৫৬
ব্রেকিং নিউজ

রিশাদের ঝলকে জয়ের স্বাদ পেল বাংলাদেশ

রিশাদের ঝলকে জয়ের স্বাদ পেল বাংলাদেশ

উত্তরণবার্তা ডেস্ক : ১৪ ওভার শেষেও নেদারল্যান্ডসের রান ছিল ৩ উইকেটে ১০৪। তখনো ক্রিজে জেঁকে বসা এঙ্গেলব্রেখট ও এডওয়ার্ডস। এরপর বাস ডি লিডি, লোগান ফন বিকরা তো ছিলেনই। ৩৬ বলে ৫৬ রানের সমীকরণটাকে তাই ডাচদেরই অনুকূলে মনে হচ্ছিল।

কিন্তু রিশাদ হোসেনের এক ওভারই কীভাবে সব বদলে দিল! ১৫তম ওভারে তিন বলের মধ্যে এঙ্গেলব্রেখট আর ডি লিডিকে ফেরালেন রিশাদ, সেখান থেকেই ম্যাচের গল্প মুহূর্তেই পালটে গেল।

পরের ওভারে মোস্তাফিজ ফেরালেন এডওয়ার্ডসকে, ওভারে দিলেন ১ রান। রিশাদ ১৮তম ওভারে এসেই ফেরালেন ডি বিককে। ডাচদের লড়াই ওখানেই শেষ!

শেষ পর্যন্ত বাংলাদেশের ১৫৯ রানের জবাবে ১৩৪ রানই করতে পারল নেদারল্যান্ডস। ২৫ রানের এ জয়ে বাংলাদেশের সুপার এইটে ওঠা প্রায় নিশ্চিতই হয়ে গেল।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ