শনিবার, ২২ জুন ২০২৪, ৭ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ০২:১২

বাজেটে শেখ হাসিনা রক্ষণশীলতার পরিচয় দিয়েছেন : নাছিম

বাজেটে শেখ হাসিনা রক্ষণশীলতার পরিচয় দিয়েছেন : নাছিম

উত্তরণবার্তা প্রতিবেদক :  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, দেশের মানুষের জীবনযাত্রার ব্যায়ভার যাতে অধিক না হয়, সে জন্য এবারের বাজেটে শেখ হাসিনা রক্ষণশীলতার পরিচয় দিয়েছেন।
 
আজ বৃহস্পতিবার দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ-এর সভা কক্ষে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের  (বিসিপিএ) সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বাহা উদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় কৃষকদের পাশে রয়েছেন। গত ১৬ বছর ধরে তিনি কৃষিক্ষেত্রে ভর্তুকি দিয়ে আসছেন। কৃষি একমাত্র সেক্টর যেখানে ভর্তুকি দিলে রিটার্ন পাওয়া যায়।
 
তিনি বলেন, যারা কৃষিকাজ করে ও কৃষি ব্যবসা করে আমরা সকলে মিলেই একটা পরিবার। এই পরিবার যদি ক্ষতিগ্রস্থ হয় তাহলে আমাদের উৎপাদন ক্ষতিগ্রস্থ হবে। যার কারণে আমাদের বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হবে। কৃষকের পথকে বাঁধাগ্রস্থ করার মত কোন কার্যক্রম শেখ হাসিনার সরকার নেবে না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পুনর্গঠনের সময় কৃষকদেরকে বিভিন্ন ধরনের উপকরণ বিনামূল্যে দিয়েছিলেন।  সেখান থেকেই কৃষির অগ্রযাত্রা শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের সক্ষমতায় কোন প্রকার ঘাটতি হোক এটা  শেখ হাসিনার সরকার কোন ভাবেই চায় না। এর জন্য যে সকল সহায়তা দরকার তা আওয়ামী লীগ সরকার করবে।
 
বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) এর সভাপতি এস সাইফুজ্জামানের সভাপতিত্বে ও মহাসচিব কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি কৃষিবিদ অধ্যাপক ড.  মো. শহীদুর রশীদ ভূইয়া, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব খায়রুল আলম প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ