শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৮:১১

মিগেল জেতালেন কিংসকে

মিগেল জেতালেন কিংসকে

উত্তরণবার্তা ডেস্ক : বৈশাখের তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। কিন্তু প্রখর খরতাপ উপেক্ষা করেও রাজশাহীতে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। যেখানে ১-০ গোলের জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কিংস। ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন মিগেল ফিগেইরা।
 
এই জয়ে শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল কিংস। তীব্র গরমের কারণে স্বাভাবিক ফুটবলে ব্যাঘাত ঘটেছে। কিংসের সেরা তারকা রবসন রোবিনহোকে ছাড়া খেলতে নামলেও তার অভাব বুঝতে দেয়নি বাকিরা। শুরু থেকেই ফর্টিসের ওপর চাপ ফেলাতে থাকে অস্কার ব্রুজোনের দল। পঞ্চম মিনিটে সুযোগ আসে কিংসের সামনে কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন দরিয়েলতন গোমেজ। মাসুক মিয়া জনির লম্বা করে বাড়ানো বল অফসাইড ফাঁদ ভেঙে ফাঁকায় পেয়ে যান দরিয়েলতন। হাওয়ায় ভাসানো বল বুক দিয়ে নামিয়ে ভলি করলেও তা জাল খুঁজে পায়নি।
 
ফর্টিসের ওপর চাপ ধরে রেখে ২৩ মিনিটে গোল পেয়ে যায় কিংস। দরিয়েলতনের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সের সামনে থেকে বা পায়ের নিখুঁত শটে দলকে এগিয়ে দেন মিগেল ফিগেইরা। স্বাভাবিক গতিতে চলতে থাকা খেলায়  ৩৫ মিনিটে করা একটি ফাউলকে কেন্দ্র করে ম্যাচ বন্ধ থাকে প্রায় পাঁচ মিনিট। মধ্যমাঠে ফর্টিসের সবুজ পেছন থেকে ফাউল করলে মেজাজ হারান মিগেল। এরপর শুরু হয় দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি। রেফারি ভুবনমোহন কিংসের মিগেল ও বিশ্বনাথ ঘোষ এবং ফর্টিসের সবুজকে হলুদ কার্ড দেখান।
 
মধ্যবিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ানোর সুযোগ আসে কিংসের সামনে কিন্তু গফুরভের বাড়ানো পাস বক্সের কোনাকুনি থেকে মিগেল গোলের জন্য শট নিলেও ফর্টিসের গোলরক্ষক শান্তর গায়ে লেগে বল বাইরে চলে যায়। শেষ দিকে দরিয়েলতন সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়ানো হয়নি কিংসের।১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল কিংস। ১৩ পয়েন্টে ষষ্ঠস্থানে ফর্টিস।
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK