বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৮:২৪
ব্রেকিং নিউজ

বাংলাদেশে আশ্রয় নিলো ১৮ বিজিপি সদস্য

বাংলাদেশে আশ্রয় নিলো ১৮ বিজিপি সদস্য

উত্তরণবার্তা প্রতিবেদক  :  মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১৮ সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ১৬ এপ্রিল মঙ্গলবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বিজিবি হেফাজতে নেয়া হয়েছে। পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে।

প্রসঙ্গত, এর আগে ১১ মার্চ বিজিপির ১৭৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নেন। উভয় দেশের মধ্যে আলোচনার পর তাদের একটি জাহাজে করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ