মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৪:৪৯
ব্রেকিং নিউজ

জয়পুরহাটে ৪০ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী পেল বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি

জয়পুরহাটে ৪০ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী পেল বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি

উত্তরণবার্তা প্রতিবেদক :  জয়পুরহাটে ৪০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হলো বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি। বুধবার দুপুরে বৃত্তি হিসেবে তাদের দেয়া হয় ১৪ লাখ ৬৬ হাজার টাকা।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান জাকস ফাউন্ডেশনের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে ওই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী সিরাজুম মনিরা জুঁই ও বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হাসান।

জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মো. আবুল বাশার, পরিচালক (কর্মসূচী) মো. রফিকুল ইসলাম বাদসা ও পরিচালক (প্রশাসন ও এইচ আর) মর্তুজা আকতার বানু।

আলোচনা শেষে ত্রৈমাসিক ভিত্তিতে ( জানু-মার্চ-২০২৪) বৃত্তি প্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীর হাতে তাদের বৃত্তির ১৪ লাখ ৬৬ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK