মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৭:০০

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে

উত্তরণবার্তা প্রতিবেদক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। এ ধাপে ভোট গ্রহণ করা হবে ১১২ উপজেলায়। আজ বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ৩১তম কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন। সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।
 
সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, আগামী ২৯ মে দেশের ১১২ উপজেলায় এ ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। তিনি জানান, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে, মনোনয়ন যাচাই-বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে।
 
আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৩ মে। ইসি সচিব বলেন, তৃতীয় ধাপের ভোটে ২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় স্বচ্ছ ব্যালটে ভোট গ্রহণ করা হবে।
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK