মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৮:২৮

ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সূচি প্রকাশ

ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সূচি প্রকাশ

উত্তরণবার্তা  প্রতিবেদক  :  বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের নিয়মিত ও অনিয়মিত বিভিন্ন পর্বের পরীক্ষার সূচি প্রকাশ হয়েছে। আগামী ২৮ এপ্রিল এ পরীক্ষা শুরু হবে। দুই শিফটে এ পরীক্ষা চলবে বলে জানানো হয়। ১৬ এপ্রিল মঙ্গলবার কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

এর মধ্যে- টেক্সটাইল, জুট ও গার্মেন্টস টেকনোলজি ৭ম পর্ব নিয়মিত এবং ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ও ৮ম পর্ব অনিয়মিত এবং অ্যাপারেল মেনুফ্যাকচারিং টেকনোলজি, ফ্যাশন ডিজাইন টেকনোলজি, ইয়ার্ন মেনুফ্যাকচারিং টেকনোলজি, ফেব্রিক মেনুফ্যাকচারিং টেকনোলজি, জুট প্রডাক্ট মেনুফ্যাকচারিং, ওয়েট প্রসেসিং টেকনোলজি, মার্চেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং, টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স টেকনোলজির ১ম, ৩য়, ৫ম পর্ব নিয়মিত ও ২য়, ৪র্থ পর্ব অনিয়মিত পরীক্ষার রয়েছে।

প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে এবং দ্বিতীয় শিফটে দুপুর ২টায় পরীক্ষা শুরু হবে।

আর ব্যবহারিক পরীক্ষা ২১- ৩১ মে পর্যন্ত হবে বলে জানানো হয়।
উত্তরণবার্তা/এআর  

  মন্তব্য করুন
     FACEBOOK