মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৩:০৬

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ৮ মে থেকে

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ৮ মে থেকে

উত্তরণবার্তা প্রতিবেদক : ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হবে ৮ মে ২০২৪ থেকে। এই বিসিএসের লিখিত পরীক্ষায় পাস করেছে ১১ হাজার ৭৩২ জন।  
 
এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।
 
উল্লেখ্য, ৪৪তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শেষ হয় ২০২২ সালের ২ মার্চ। এতে আবেদন করেছিলেন মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী। এরপর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় একই বছরের ২৭ মে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ প্রার্থী। 
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ