শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:২৬
ব্রেকিং নিউজ

প্রাইম ব্যাংকের বিপক্ষে শেষ ওভারে জিতল মোহামেডান

প্রাইম ব্যাংকের বিপক্ষে শেষ ওভারে জিতল মোহামেডান

উত্তরণবার্তা প্রতিবেদক : ম্যাচ তখন টাই। রান তাড়ায় রোমাঞ্চকর এক জয়ের সামনে মোহামেডান। হাতে বল একটি। উইকেটও একটি। স্ট্রাইকে ১৩ বলে ২৪ রান নিয়ে অবিশ্বাস্য দৃঢতায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া কামরুল ইসলাম রাব্বি। হাসান মাহমুদের বলটা ডিপ এক্সট্রা কাভার দিয়ে খেলেই ভৌ দৌড় দিলেন কামরুল।
 
মোহামেডান পেল অনেক দিন মনে রাখার মতো এক উইকেটের জয়। অথচ আগে ব্যাটিং করে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে ২৭৯ রানের বড় স্কোরই দাঁড় করায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টপ অর্ডারের তিন ব্যাটার তামিম ইকবাল (৬৫), পারভেজ (১১০) ও সাব্বির রহমান (৩৯) ছাড়া বলার মতো রান করতে পারেননি আর কেউই। এবারের ডিপিএলের পারভেজের এটি তৃতীয় সেঞ্চুরি।
 
বৃষ্টি আইনে অবশ্য ম্যাচের পরিধি ছোট হয়ে আসে। ৪৭ ওভারে মোহামেডানের লক্ষ্য দাঁড়ায় ২৭২ রান। ১৫ রানে মোহামেডান তিন উইকেট হারিয়ে ফেলার পর ভাবা হচ্ছিল ষষ্ঠ ম্যাচে পঞ্চম জয় পেতে যাচ্ছে প্রাইম ব্যাংক। কিন্তু মাহিদুল ইসলাম অংকন, মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার রনিরা হাল ছাড়েননি। যার শেষ গাঁথুনিটা দেন কামরুল।
 
দিনের বাকি দুই ম্যাচ অবশ্য নিরুত্তাপই হয়েছে। বিকেএসপির তিন নাম্বার মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে বৃষ্টি আইনে ৩৯ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভার খেলেও ২৩৩ রানের বেশি করতে পারেনি শেখ জামাল। সর্বোচ্চ ৫৫ রান করেন আট নাম্বার ব্যাটার জিয়াউর রহমান। ৫৩ রান আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে। বৃষ্টি আইনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের লক্ষ্য দাঁড়ায় ৪৫ ওভারে ২৩২ রান। ৪২.২ ওভারে দলটি অলআউট হয় ১৯২ রানে। আরেক ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে আবাহনী। তাওহিদ হৃদয়ের দুরন্ত সেঞ্চুরি ও জাকের আলি অনিকের ফিফটিতে বড় সংগ্রহ পাওয়া আবাহনীর সামনে উড়ে যায় রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
 
সংক্ষিপ্ত স্কোরঃ
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ ৫০ ওভারে ২৭৯(পারভেজ ১১০, তামিম ৬৫, সাব্বির ৩৯; আরিফুল ২০/৩, নাসুম ৩৫/২)
মোহামেডানঃ ৪৭ ওভারে ২৭৫/৯(মাহিদুল ৭৮, আবু হায়দার ৫৪, মাহমুদউল্লাহ ৪২, আরিফুল ৪৫, কামরুল ২৮*; সাকলাইন ৩২/২)
ফলঃ মোহামেডান এক উইকেটে জয়ী।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবঃ ৫০ ওভারে ২৩৩(জিয়াউর ৫৫, সাকিব ৫৩, সাইফ ২৮; আবদুল গাফফার ৩১/৩, রুয়েল ৫৪/৩)
গাজী গ্রুপ ক্রিকেটার্সঃ ৪২.২ ওভারে ১৯২(মঈন ৪২, মেহেদী ৩৫; মৃত্যুঞ্জয় ৪১/৩, সাকিব ১৪/২)
ফলঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩৯ রানে জয়ী।
আবাহনীঃ ৫০ ওভারে ৩২০/৪(তাওহিদ ১২৫*, জাকের ৭৮, মোসাদ্দেক ৪৩; আবু হাসিম ৫১/১)
রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবঃ ৪৩.২ ওভারে ১৮০(মাহফিজুল ৪৮, শামসুর ৩৯; নাহিদুল ৩৭/৩, মোসাদ্দেক ৩/৩, সাইফউদ্দিন ৩০/২)
ফলঃ আবাহনী ১৪০ রানে জয়ী।
 
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK