সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:৪৬

মস্কো হামলায় রাশিয়া-প্যারাগুয়ে ম্যাচ বাতিল

মস্কো হামলায় রাশিয়া-প্যারাগুয়ে ম্যাচ বাতিল

উত্তরণবার্তা ডেস্ক : ডায়নামো মস্কোর মাঠে আগামী সোমবার প্রীতি ম্যাচ হওয়ার কথা রাশিয়া ও প্যারাগুয়ের। এর মধ্যেই শহরে সন্ত্রাসী হামলায় ১১৫ জন নিহতের ঘটনায় আজ তাৎক্ষণিকভাবে সোমবারের সেই ম্যাচ স্থগিত করা হয়েছে। রাশিয়া ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে ‘হামলার ঘটনার প্রেক্ষিতে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে’ ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
শুক্রবার মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ১১৫ জন নিহত এবং প্রায় ১৪০ জন আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ১১ জনকে এর মধ্যেই আটক করেছে, যাদের মধ্যে চারজন হামলায় সরাসরি অংশ নেয় বলে জানানো হয়েছে। এরই মধ্যে ইসলামি স্টেট গ্রুপ এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। প্রীতি ম্যাচটি পরে কোনো সময়ে আয়োজন করা হতে পারে বলে জানিয়েছে ফুটবল ফেডারেশন। এএফপি
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK