সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৩০

বোলিংয়ে বাংলাদেশ, একাদশে রিয়াদ-জাকের

বোলিংয়ে বাংলাদেশ, একাদশে রিয়াদ-জাকের

উত্তরণবার্তা প্রতিবেদক : টি-২০ ফরম্যাটে চার সিরিজে অপরাজিত বাংলাদেশ দল। ঘরের মাঠে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে গিয়ে টি-২০ সিরিজে সমতা করেছে।
 
ওই ধারা ধরে রাখার লড়াইয়ে সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে নতুন অধিনায়ক নাজমুল শান্তর দল। নতুন যাত্রায় টস জিতে বোলিং নিয়েছেন অধিনায়ক শান্ত। শীতের মৃদু প্রভাব থাকায় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব থাকবে। যে কারণে শুরুতে বোলিং করা দলের বাড়তি কিছুটা সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
 
শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের দলে ফেরানো হয়েছিল মাহমুদউল্লাহকে। একাদশেও রাখা হয়েছে তাকে। আলিস আল ইসলামের ইনজুরিতে দলে ঢোকা জাকের আলীর অভিষেক হয়েছে। স্পিন আক্রমণে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। একাদশে আছেন সৌম্য সরকার।  
 
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। 
 
শ্রীলঙ্কার একাদশ: আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, চারিথা আশালঙ্কা, অ্যাঞ্জেল ম্যাথুস, দাশুন শানাকা, মহেশ থিকসানা, আকিলা ধনাঞ্জয়া, বিনোরা ফার্নান্দো, মাথিসা পাথিরানা। 
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 
 
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK