বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৫:২৯
ব্রেকিং নিউজ

শাহবাগ থানার সামনে বাসে আগুন

শাহবাগ থানার সামনে বাসে আগুন

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থানায় জব্দ করা শিকড় পরিবহনের একটি পরিত্যক্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শাহবাগ থানা সূত্রে জানা গেছে, বাসটি আলামত হিসেবে জব্দ ছিলো। রাতের বেলা বাসটিতে আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিন আগামী ৩০ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তারা বলছে, নতুন আন্দোলনের মধ্য দিয়ে ‘অবৈধ’ নির্বাচনের মাধ্যমে গঠিত এ সংসদ এবং এ সরকারকে প্রতিরোধ করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ও সমমনা দলগুলোর বিক্ষোভ ও অবরোধ কর্মসূচী চলাকালীন সময়ে একাধিক বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যান ও স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
উত্তরণবার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK