বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:১৫

কুয়াশায় মোড়া রাজধানী

কুয়াশায় মোড়া রাজধানী

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজধানীতে একদিনের ব্যবধানে শীত বেড়েছে আরও। পুরো ঢাকার আকাশ যেন মুড়ে আছে কুয়াশায়। বেলা ৯টা বেজে গেলেও দেখা নেই রোদের। ২৪ জানুয়ারি বুধবার সকাল ৭টা পর্যন্ত রাজধানীতে চলাচলকারী গাড়িগুলোকে হেডলাইট ব্যবহার করতে দেখা গেছে।শীতে জবুথবু অবস্থায় রাস্তায় নেমেছেন কর্মজীবীরা।

২৩ জানুয়ারি মঙ্গলবার আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর জানায়, ২৪ জানুয়ারি বুধবার সকাল ৯টা থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK