শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৯:৩৭
ব্রেকিং নিউজ

নির্বাচনে ভোট পড়েছে ৪১.৮০ শতাংশ : সিইসি

নির্বাচনে ভোট পড়েছে ৪১.৮০ শতাংশ   :  সিইসি

উত্তরণবার্তা প্রতিবেদক : দ্বাদশ সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮০ শতাংশ ভোটে পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ সোমবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সিইসি বলেন, 'জাপানি পর্যবেক্ষক দল দেখা করেছেন আমাদের সঙ্গে। আমাদের নির্বাচন নিয়ে তারা রিপোর্ট দেবে। তারা সন্তুষ্ট। আমাদের পেশাদারিত্বের সুনাম করেছে।

তাদের আশা এই নির্বাচন বাংলাদেশের উদাহরণ হয়ে থাকবে।' এর আগে গতকাল নির্বাচনের ভোট শেষ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে সিইসি জানান, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ৪০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।বাংলাদেশের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২২৫টি আসন। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা পেয়েছে ৬১টি আসন। আর কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন। ২টি আসনের ভোট স্থগিত হয়েছে।
উত্তরণবার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK