রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৬:৩৩
ব্রেকিং নিউজ

চাঁদপুরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

চাঁদপুরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

উত্তরণবার্তা প্রতিবেদক: চাঁদপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থী ও প্রার্থীর পক্ষে প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মাহাম্মদ তোফায়েল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাঁদপুরের ৫টি আসনে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 
 
চাঁদপুর-১ (কচুয়া) আসনে ড. সেলিম মাহমুদ (নৌকা প্রতীক), সাইফুল ইসলাম (মশাল প্রতীক), মো: সেলিম প্রধান  (চেয়ার প্রতীক)।
 
চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী (নৌকা প্রতীক), এম ইসফাক আহসান (ঈগল পাখি), মো: এমরান হোসেন মিয়া (লাঙ্গল প্রতীক), মো: মনির হোসেন (একতারা), মো: হাসান আলী সিকদার (মশাল প্রতীক)।
 
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ডাঃ দীপু মনি (নৌকা প্রতীক), ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (ঈগল পাখি), মো. রেদোয়ান খান ( ট্রাক প্রতীক), মো: মহসীন খান (লাঙ্গল প্রতীক), মো: কাওছার মোল্লা (গোলাপ ফুল), আবু জাফর মো. মাইনুদ্দিন (মোমবাতি প্রতীক), মো. মিজানুর রহমান (ফুলের মালা)।
 
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মুহম্মদ শফিকুর রহমান (নৌকা প্রতীক), সাজ্জাদ রশিদ (লাঙ্গল প্রতীক), ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (ঈগল পাখি), জালাল আহমেদ (ট্রাক প্রতীক), আব্দুল গণি (আম প্রতীক), বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (ফুলের মালা), মো. আব্দুল কাদির তালুকদার (পাট প্রতীক), ড. মোহাম্মদ শাহজাহান (নোঙ্গর প্রতীক)।
 
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহারাস্তী) আসনে রফিকুল ইসলাম (নৌকা প্রতীক), সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী (চেয়ার প্রতীক), গাজী মাঈনুদ্দিন (ঈগল পাখি), মোহাম্মদ সফিকুল আলম (ট্রাক প্রতীক), বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (ফুলের মালা),  আক্তার হোসেন (ছড়ি প্রতীক)।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK