রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৭:১৮

নানা আয়োজনে মেহেরপুর হানাদার মুক্ত দিবস পালিত

নানা আয়োজনে মেহেরপুর হানাদার মুক্ত দিবস পালিত

উত্তরণবার্তা প্রতিবেদক : ৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস। মুক্তিবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে টিকতে না পেরে এ দিন জেলা ছেড়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। মুক্ত হয় মেহেরপুর। দিনটি নানা কর্মসূচি মধ্য দিয়ে পালন করা হচ্ছে।এ উপলেক্ষে ৬ ডিসেম্বর বুধবার সকাল ১০টার সময় মেহেরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধ গিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টায় মেহেরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মেহেরপুরের জেলা প্রশাসন মোঃ শামীম হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপর পরিচালক মোহাম্মদ শামীম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।
উত্তরণবার্তা/এআর





 

  মন্তব্য করুন
     FACEBOOK