শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২৩:০৯

নিকারাগুয়ার সুন্দরীর মাথায় মিস ইউনিভার্সের মুকুট

নিকারাগুয়ার সুন্দরীর মাথায়  মিস ইউনিভার্সের মুকুট

উত্তরণবার্তা ডেস্ক : মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট জিতেছেন নিকারাগুয়ার প্রতিযোগী শেনিস পালাসিওস। ১৯ নভেম্বর রোববার এল সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় বসেছিল মিস ইউনিভার্সের ৭২তম আসর।

শেনিস পালাসিওসের প্রথম নিকারাগুয়ান প্রতিযোগী যিনি মিস ইউনিভার্স জিতেছেন। তিনি ইউনিভার্সিডাড সেন্ট্রোআমেরিকানা থেকে গণযোগাযোগে স্নাতক সম্পন্ন করেছেন। শেনিস পালাসিওসের মাথায় মুকুট পরিয়ে দিয়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতার গতবারের বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ মিস অস্ট্রেলিয়া মোরায়া উইলসন এবং প্রথম রানার আপ থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড।

এই বছর ৭২ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়, ৯০টি দেশ এবং অঞ্চলের প্রতিযোগীরা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমেরিকান টেলিভিশন উপস্থাপক মারিয়া মেনুনোস ছাড়াও আমেরিকান টেলিভিশন ব্যক্তিত্ব জেনি মাই এবং মিস ইউনিভার্স ২০১২ অলিভিয়া কুলপো এই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK