বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২৩:৩৬

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন সিইসি

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন সিইসি

উত্তরণবার্তা প্রতিবেদক : প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সাক্ষাত করেছেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশন (ইসি)। প্রধান বিচারপতির খাস কামরায় আজ বিকালে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো.আলমগীর, মো. আনিছুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলম এবং যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার।
 
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রধান বিচারপতি আমাদেরকে যথেষ্ঠ সময় দিয়েছেন। আমাদের সাথে খোলামেলা আলোচনা হয়েছে। 
 
তিনি বলেন, সাধারণ নির্বাচনে বিচারকরা ইলেক্টরাল ইনকোয়ারি কমিটির দায়িত্ব পালন করেন এটি উল্লেখ করে আমরা জানিয়েছি যে, আসন্ন জাতীয় সংসদের নির্বাচন এবার সিভিল কোর্ট ভ্যাকেশনের সময় হবে। সিভিল ভ্যাকেশনের কারণে ওই দায়িত্বটা যদি বন্ধ থাকে তাহলে আমাদের কাজটা পিছিয়ে যাবে। আলোচনার প্রেক্ষিতে তিনি এটি বিবেচনায় রাখার আশ্বাস দিয়েছেন।  
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK