শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৫৬

এবারের বিশ্বকাপে ডি ককের চতুর্থ সেঞ্চুরি

এবারের বিশ্বকাপে ডি ককের চতুর্থ সেঞ্চুরি

উত্তরণবার্তা ডেস্ক : ম্যাচের প্রথম ওভার থেকেই হাত খুলে খেলা যেন কুইন্টন ডি ককের স্বভাবে পরিণত হয়েছে। চলতি বিশ্বকাপে খুনে ব্যাটিংয়ে শেষটা রাঙাচ্ছেন এই ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে আজও করেছেন সেঞ্চুরি। এ নিয়ে চলতি আসরে তাঁর সেঞ্চুরি চারটি।
 
এর আগে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে করেছেন সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস। লঙ্কানদের বিপক্ষে ১০০ এবং অজিদের সঙ্গে করেছিলেন ১০৯ রান। আজ পুনেতে কিউইদের বিপক্ষে ৬২ বলে ফিফটি তুলে নেন ডি কক।
 
আর জিমি নিশামের বলে ছক্কা মেরে ১০৩ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। তাঁর ক্যারিয়ারে এটা ২১তম সেঞ্চুরি। এক বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরির রেকর্ড রোহিত শর্মার দখলে। ২০১৯ বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন ভারতীয় এই ব্যাটার।
 
ডি কক ছাড়াও চারটি সেঞ্চুরি আছে শ্রীলঙ্কান সাবেক তারকা কুমার সাঙ্গাকারার। ২০১৫ বিশ্বকাপে খেলেছিলেন চারটি শতরানের ইনিংস। এবারের আসরে প্রথম খেলোয়াড় হিসেবে ৫০০ রান ছাড়িয়েছেন তিনি। পরের অবস্থানে আছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার, তাঁর রান ৪১৩। আর নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রের রান ৪০৬।
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK