শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৭:৫২

সেমিফাইনালে চোখ রেখে নিউ জিল্যান্ডের মুখোমুখি দ. আফ্রিকা

সেমিফাইনালে চোখ রেখে নিউ জিল্যান্ডের মুখোমুখি দ. আফ্রিকা

উত্তরণবার্তা  ডেস্ক  : চলমান বিশ্বকাপে দুর্দান্ত গতিতে ছুটছে দক্ষিণ আফ্রিকা। আজ বিশ্বকাপের ম্যাচে আরেক ফেভারিট নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে টেম্বা বাভুমার দল। এই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যেতে চায় প্রোটিয়ারা। অন্যদিকে, টানা দুই হারের পর জয়ে ফিরতে মরিয়া কিউইরা।

আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচ। এই ম্যাচে মাঠে নামার আগে কঠিন চ্যালেঞ্জের সামনে নিউ জিল্যান্ড। গেল আসরের রানার্সআপরা উড়তে উড়তে হঠাৎ করেই ছন্দ হারিয়েছে। সেমিফাইনালে যেতে হলে আজ জয়ের বিকল্প নেই।

আসরে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে অঘটন ছাড়া প্রতিটি ম্যাচেই জিতেছে বাভুমার দল। ৬ ম্যাচ শেষে মাত্র এক হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে দুই হারে ৮ পয়েন্ট নিয়ে তিনে আছে নিউজিল্যান্ড।

এ ম্যাচের আগে সুখবর পেয়েছে নিউ জিল্যান্ড। মাঠে ফিরবেন তাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে, খেলবেন না লকি ফার্গুসন। এদিকে দক্ষিণ আফ্রিকাও পাচ্ছে টেম্বা বাভুমাকে। ফলে দুই দলের লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে,এ ব্যাপারে কোন সন্দেহ নেই।

পরিসংখ্যানের হিসেবে এখন পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দুই দল মোট ৭১ বার মুখোমুখি হয়েছে। তাতে ৪১ ম্যাচে জয়ের মুখ দেখেছে দক্ষিণ আফ্রিকা। ২৫টি জয় নিউ জিল্যান্ডের। পাঁচ ম্যাচ থেকে কোনো ফল আসেনি।

বিশ্বকাপে মোট ৮ বার দেখা হয়েছে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। যেখানে ৬ জয় কিউইদের। ২ ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। নিরপেক্ষ ভেন্যুতেও জয়ের পাল্লা হেলে আছে প্রোটিয়াদের দিকে। ২০টি ওয়ানডে ম্যাচের ১২টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৮ ম্যাচ জিতেছে নিউ জিল্যান্ড।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK