বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৮:১৪
ব্রেকিং নিউজ

পাম তেলের দর আরও কমলো

পাম তেলের দর আরও কমলো

উত্তরণবার্তা প্রতিবেদক : মালয়েশিয়ার পাম তেলের দর কমছেই। ১ নভেম্বর বুধবারও ভোজ্যতেলটির দাম কমেছে। এ নিয়ে টানা ৩ কার্যদিবসে পণ্যটির মূল্য হ্রাস পেলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, মালয়েশিয়ায় মজুত বেড়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেল সয়াবিন, সূর্যমুখী ও  ক্যানোলার দরপতন ঘটেছে। ফলে পাম তেল দর হারিয়েছে। আলোচ্য কার্যদিবসে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে বেঞ্চমার্ক পাম তেলের আগামী জানুয়ারির চুক্তি মূল্য নিম্নমুখী হয়েছে ১৭ রিঙ্গিত বা শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম স্থির হয়েছে ৩ হাজার ৬৬১ রিঙ্গিত বা ৭৬৭ ডলার ১৮ সেন্টে।

বিদায়ী অক্টোবরে মালয়েশিয়ার পাম তেল রপ্তানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গত সেপ্টেম্বরের তুলনায় যা প্রায় ৬ দশমিক ৬ শতাংশ বেশি। কার্গো সার্ভেয়ার ইন্টারটেক টেস্টিং সার্ভিস এবং স্বাধীন পরিদর্শন সংস্থা এএমএসপিসি এগ্রি এসব উপাত্ত দিয়েছে।বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ায় পাম তেলের উৎপাদন বাড়ার প্রত্যাশা করা হচ্ছে। ফলে রপ্তানিও বেড়েছে।

ইতোমধ্যে দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে সক্রিয় সয়াঅয়েলের দাম পড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দর হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। যার জেরে পাম তেলেরও দরপতন ঘটেছে। আগামী কিছুদিন তা অব্যাহত থাকতে পারে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ