শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৮:২১
ব্রেকিং নিউজ

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল : ইসি আলমগীর

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল : ইসি আলমগীর

উত্তরণবার্তা প্রতিবেদক : চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান মো. আলমগীর।

বর্তমান একাদশ সংসদের মেয়াদ প্রায় শেষ। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সাংবিধানিক বাধ্যবাধ্যকতা থাকায় নির্বাচন হতে হবে এ বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে। কমিশন বলছে, ভোট হতে পারে জানুয়ারির শুরুতে।

এর আগে গত ৯ আগস্ট নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, নির্বাচনকে স্বচ্ছ আর আধুনিকায়ণ করতে এবার নতুন অ্যাপ প্রস্তুত করছে নির্বাচন কমিশন। ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে এই অ্যাপের মাধ্যমে জমা দেয়া যাবে মনোনায়নপত্র। জানা যাবে ভোটের সব তথ্য। নভেম্বরে এই অ্যাপ চালু হবে। অ্যাপ চালু হওয়ার পরই তফসিল ঘোষণা করা হবে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK