শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৭:০৭
ব্রেকিং নিউজ

জাতীয় নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর ইসি

জাতীয় নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর ইসি

উত্তরণবার্তা প্রতিবেদক : নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। ১৭ সেপ্টেম্বর রোববার বেলা ১১টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (গ্রেড-১) বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, পটুয়াখালী পুলিশ সুপার  মো. সাইদুল ইসলাম, কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। প্রসঙ্গত, কলাপাড়া উপজেলায় দুই লাখ এক হাজার ৩৯৬ জন ভোটারের মধ্যে প্রথম পর্যায়ে ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভোটার হওয়া মোট এক লাখ ৫৯ হাজার ৯২৬ জনকে স্মার্ট কার্ড দেয়া হবে।

উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK