বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২৩:৫৪

আইনি সীমাবদ্ধতায় আটকে জঙ্গি অর্থায়নের তদন্ত

আইনি সীমাবদ্ধতায় আটকে জঙ্গি অর্থায়নের তদন্ত

উত্তরণবার্তা প্রতিবেদক : ব্যাংক খাতের দুর্নীতি, জঙ্গি তৎপরতা বা স্বর্ণ চোরাচালান মামলায় অর্থপাচারের তদন্ত করতে পারছে না পিবিআই বা সিটিটিসি। এর কারণ মানিলন্ডারিং আইনে সিআইডি ছাড়া এ সুযোগ নেই পুলিশের অন্য কোনো সংস্থার। এতে জঙ্গিবাদের অর্থায়নের রুট নিয়ে কোনো তথ্যই নেই তাদের কাছে।

হলি আর্টিজান কাণ্ডে সশস্ত্র জঙ্গি হামলার নজির দেখে দেশ। সম্প্রতি সামনে আসে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী কুকি চিন ও নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নাম। পুলিশের তদন্ত শুরুর পর জানা যায়, এসব সংগঠন চালানোর টাকা আসে বিদেশ থেকে।

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, জঙ্গি নেটওয়ার্ক গুড়িয়ে দিতে কাজ করছে কাউন্টার ট্যাররিজম ইউনিট-সিটিটিসি। তবে মানি লন্ডারিং মামলা তদন্তের এখতিয়ার তাদের নেই। ২০১৫ সালে সংশোধিত আইনে সে সুযোগ আছে শুধু সিআইডির। সে কারণেই, জঙ্গি অর্থায়নে কারা জড়িত তা নিয়ে অন্ধকারে আইনশৃঙ্খলা বাহিনী।

পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, দেশের ভেতরে পিকে হালদারসহ ব্যাংক খাতে অনিয়ম, প্রতারণা নিয়ে কাজ করে পিবিআই। এসব মামলার তদন্ত করতে গিয়ে দেশ-বিদেশে অর্থপাচারের তথ্য পায় তারা। তবে ফৌজদারি অপরাধ ছাড়া এ নিয়ে তদন্ত করতে পারে না তারাও। এজন্যই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ব্যাংক খাতের দুর্নীতি।

২০১৫ সালের পর পুলিশের তদন্ত সংস্থাগুলোতে এসেছে গুণগত পরিবর্তন। উল্টোদিকে বিদেশে থেকে অপরাধীদের তৎপরতাও এসেছে। এ অবস্থায় সিআইডির পাশাপাশি অন্য সংস্থাকে তদন্তের সুযোগ দিলে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ