বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০১:১১
ব্রেকিং নিউজ

ঈদ শুভেচ্ছা : ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদ শুভেচ্ছা  :  ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

উত্তরণবার্তা প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে সবাইকে অনুরোধ করেন।

২৬ জুন সোমবার রাতে দেয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কোরবানি অর্থ ত্যাগ। অহংকার, নীচতা, স্বার্থপরতা ত্যাগের মাধ্যমেই কোরবানির ঈদ স্বার্থক হয়ে উঠবে। তাই সবাইকে ত্যাগের মহিমায় উজ্জ্বিবীত হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আসুন ত্যাগের মহিমায় উজ্জ্বিবীত হয়ে আমরা মানব কল্যাণে নিজেদের নিয়োজিত করি। সৌহার্দ্য এবং ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নেই।’
 
তিনি বলেন, ‘ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।’এসময় বিশ্বের সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ