শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১১:৩৭

পায়রা নদীতে ধরা পড়লো ১৮ কেজির কোরাল

পায়রা নদীতে ধরা পড়লো ১৮ কেজির কোরাল

উত্তরণর্তা প্রতিবেদক : বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি কোরাল মাছ। ১৯ জুন সোমবার দুপুরে উপজেলার তেঁতুল বাড়িয়া এলাকার জেলে কুদ্দুস ঘরামীর জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি এই মাছ ১৫ হাজার টাকায় বিক্রি করে দেন। তেঁতুল বাড়িয়া এলাকার বাসিন্দা শাহদাত হোসেন বলেন, পায়রা ও বিষখালী নদীতে সচরাচর এত বড় মাছ ধরা পড়ে না। যেগুলো ধরা পড়ে সেগুলোর ওজন হয় ১-৩ কেজি হয়। তবে, গত এক মাসে নদীতে তিনটি বড় কোরাল মাছ ধরা পড়েছে।

কুদ্দুস ঘরামী বলেন, প্রতিদিনের মতো সোমবার সকালে জোয়ারের সময় সাগর মোহনায় তেঁতুলবাড়ী এলাকার পায়রা নদীতে জাল ফেলি। ভাটার সময় জাল তুলতে গেলে বড় আকৃতির এই মাছটি জালে আটকে থাকে দেখি। পরে মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী  জহিরুল ইসলামের কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করি। বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার কারণে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় কোরাল মাছ পায়রা নদীতে ধরা পড়েছে।  
উত্তরণর্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ