শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৯:১৭
ব্রেকিং নিউজ

কানাডার দাবানলের ধোঁয়া নরওয়েতে

কানাডার দাবানলের ধোঁয়া নরওয়েতে

উত্তরণবার্তা ডেস্ক : ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা। এর ধোঁয়া ছড়িয়ে পড়েছে সুদূর নরওয়ে পর্যন্ত। এমনটি দাবি করেছেন বিজ্ঞানীরা। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এর কারণে সাড়ে ৭ কোটি মানুষ দূষিত বায়ুর মধ্যে পড়ার ঝুঁকিতে রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, গত কয়েকদিন ধরেই কানাডার দাবানলের ধোঁয়া গ্রিনল্যান্ড, আইল্যান্ড ছাড়িয়ে নরওয়েতে পৌঁছেছে।

এ নিয়ে দেশটির জলবায়ু গবেষণা সংস্থা ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউটের (এনএলইউ) বিজ্ঞানীরা জানান, তাঁরা অত্যন্ত সংবেদনশীল যন্ত্র ব্যবহার করে ধোঁয়ার বৃদ্ধি সনাক্ত করতে সক্ষম হয়েছে। পরে তাঁরা ফরেকাস্ট মডেল নামের একটি পদ্ধতি ব্যবহার করে এর উৎস সম্পর্কে নিশ্চিত হয়েছেন।এ নিয়ে এনএলইউর জ্যেষ্ঠ বিজ্ঞানী নিকোলাওস ইভাঞ্জেলিউ বলেন, নরওয়ের লোকেরা ধোঁয়ার গন্ধ পেতে পারে। এছাড়া হালকা কুয়াশার মতো দেখতে পারেন। তবে এ ধোঁয়া যুক্তরাষ্ট্রের মতো অনেক নয়। এতে নরওয়ের মানুষের স্বাস্থ্যেও তেমন প্রভাব পড়বে বলে মনে হয় না।

এ বিজ্ঞানী আরও বলেন, এত দূর থেকে আসা ধোঁয়া তেমন গাঢ় হয় না।বিজ্ঞানীদের ধারণা, এ ধোঁয়া আগামী দিনে পুরো ইউরোপজুড়ে ছড়িয়ে পড়তে পারে। তবে সাধারণ মানুষের এটি অনুভব করার সম্ভাবনা কম। দাবানলের ধোঁয়া দীর্ঘ দূরত্বে ছড়িয়ে পড়ার ঘটনা স্বাভাবিক জানিয়ে ইভাঞ্জেলিউ বলেন, কানাডার দাবানলের ধোঁয়া উচ্চ অক্ষাংশে উঠে যাওয়ায় এটি বেশিক্ষণ বায়ুমণ্ডলে থাকছে। এ কারণে এটি অনেক দূরে ছড়িয়ে পড়তে পারে। এর আগে ২০২০ সালে ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলের ধোঁয়া নরওয়েজীয় দ্বীপপুঞ্জ ভালবার্দ পর্যন্ত ছড়িয়ে পড়ে।
উত্তরণবার্তা/এআর



 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ