শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০২:৫৮
ব্রেকিং নিউজ

নড়াইলে বীর মুক্তিযোদ্ধারা স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের শোনালেন যুদ্ধকালীন বীরত্বগাথা গল্প

নড়াইলে বীর মুক্তিযোদ্ধারা স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের শোনালেন যুদ্ধকালীন বীরত্বগাথা গল্প

উত্তরণবার্তা প্রতিবেদক : নড়াইলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষে বীর মুক্তিযোদ্ধারা স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের শোনালেন যুদ্ধকালীন বীরত্বগাথা গল্প। বুধবার জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প’ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন পরিচালক প্রশাসন ও অর্থ যুগ্মসচিব (জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল) মো. শাহ আলম সরদার, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প’র পরিচালক ড.  মো. নুরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবির প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাসচর্চা বৃদ্ধি ও মুক্তিযুদ্ধের  চেতনায় নতুন প্রজন্ম গড়ে  তোলার লক্ষ্যে এ অনুষ্ঠান সময়োপযোগী। ‘দৃঢ় আদর্শ ও  চেতনায় উজ্জীবিত হয়ে আমরা মহান মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এ  দেশ স্বাধীন করেছি। এখন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এবং এ  চেতনা ধারণ করতে হবে।
উত্তরণবার্তা/এআর










 

  মন্তব্য করুন
     FACEBOOK