মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৩:২৯
ব্রেকিং নিউজ

জাতীয় ঈদগাহকেন্দ্রিক ডিএমপির ট্রাফিক নির্দেশনা

জাতীয় ঈদগাহকেন্দ্রিক ডিএমপির ট্রাফিক নির্দেশনা

উত্তরণবার্তা প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে যাতায়াতের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। ২১ এপ্রিল শুক্রবার  ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সাধারণ নির্দেশনা:

যেসব রাস্তায় ডাইভারশন থাকবে:
জিরো পয়েন্ট ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতালের মোড়, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, ইউবিএল ক্রসিং ও কন্ট্রোল রুম গ্যাপ।

সাধারণ কার পার্কিংয়ের স্থান:
মৎস্য ভবন থেকে শাহবাগ, আইইবি’র ভেতরে পার্কিং, কার্পেট গলি, দোয়েল চত্বর ব্যারিকেডের বাইরে, ফজলুল হক হল ব্যারিকেডের বাইরে ও প্রেস ক্লাব লিংক রোড ব্যারিকেডের বাইরে।

ভিভিআইপি-ভিআইপি কার পার্কিং:
• রাষ্ট্রপতি-প্রধান বিচারপতি-ভিভিআইপি: সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বরের কাছে।

• মন্ত্রিপরিষদের সদস্য-ভিআইপি : ঈদগাহ ময়দানের প্রধান গেটের উত্তর পশ্চিম দিকে।

• বিচারপতি: সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পার্শ্বে।

• উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা-বিশিষ্ট ব্যক্তি-সাংবাদিক: গণপূর্ত ভবনের আঙিনায়।

যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো কার্যকর করার বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ